নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৭ কেজি গাঁজাসহ আটক, ৪
বরিশালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে যাত্রীবাহী বাস থেকে ৭ কেজি গাঁজাসহ ৪ মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে।
শনিবার (১১ নভেম্বর) ভোর সাড়ে ৪ টার দিকে বরিশাল টু কুয়াকাটা সড়কের দপদপিয়া সেতুর টোল প্লাজার উত্তর পাশে সড়কের উপর চেয়ারম্যান নামের দুটি যাত্রীবাহী বাস (যার রেজিঃ নং – ঢাকা মেট্রো ব-১৫-৭৩৬৬ ও ঢাকা মেট্রো ব-১২- ১৫৮৯) থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার বাউফল উপজেলার কালাইয়া গ্ৰামের এলাকার জলিল বয়াতির ছেলে মোঃ সোহেল বয়াতি (২৮) ও মাইনুল ইসলাম টিটুর ছেলে মোঃ মিজানুর রহমান সুমন (২২) এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের জুরাইন এলাকার রিপন তালুকদারের ছেলে মোঃ শাহিন (১৯) ও মোকতার হোসেনের ছেলে মোহাম্মদ নুর হোসেন (১৯)।
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ এনায়েত হোসেন বলেন- শনিবার ভোর সাড়ে ৪ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল টু কুয়াকাটা সড়কের দপদপিয়া সেতুর টোল প্লাজার উত্তর পাশে সড়কের উপর চেয়ারম্যান নামের দুটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।