ঢাকাশুক্রবার , ২১ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সংসদ নির্বাচন দিতে হবে : রোডম্যাপ ঘো.ষনা করুন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান

ক্রাইম টাইমস রিপোর্ট
ফেব্রুয়ারি ২১, ২০২৫ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আপনাদের সংসদ নির্বাচন দিতে হবে : রোডম্যাপ ঘোষনা করুন,  সেলিমা রহমান।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্যে করে বলেছেন, আপনাদের স্থানীয় নির্বাচন করার কোন দায়িত্ব নেই এবং তা করতে পারেন না। আপনাদের সংসদ নির্বাচন দিতে হবে। এর রোডম্যাপ ঘোষনা করুন। নিত্য প্রয়োজনীয় পন্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা, নির্বাচনী রোডম্যাপ ঘোষণা, পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ কথা বলেন। বিকালে নগরীর ফজলুল হক এভিনিউ সড়কে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত সমাবেশে সেলিমা রহমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপানারা দল করবেন কিন্তু তা সরকার থেকে বের হয়ে। দল করুন, নির্বাচনে আসুন নিশ্চয়ই জনগন আপনাদের ভালোবাসবে। আপনাদের আন্দোলনে অনেক রক্ত ঝরেছে। নির্বাচনে গেলে হয়ত জনগন আপনাদের নির্বাচিত করবে। তবে এ বিষয়টি বিএনপির দেখার বিষয় নয়, বিএনপি চাচ্ছে দেশ মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে দিতে।

 

সেলিমা রহমান বলেন, সংস্কার আমরাও চাই, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। তারেক রহমান ৩১ দফা সংস্কারের ডাক দিয়েছেন। ওই ৩১ দফায় যে সংস্কারের রূপরেখা দেয়া হয়েছে সেখানে তারেক রহমান চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। যার মাধ্যমে আগামী দিনের রাজনীতিতে স্বচ্ছতা ফিরে আসবে। তারেক রহমানের আন্দোলন চালকালেই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়। এখন প্রয়োজন ঐক্যবদ্ধ সরকার। এ জন্য জনগনকে ঐক্যবদ্ধ করতে হবে। তাদের ঐক্যবদ্ধ করতে না পারলে জাতীয় সংসদ নির্বাচন নানা উছিলায় পিছিয়ে দেয়া হবে।

সেলিমা রহমান আগামী সংসদ নির্বাচনের জন্য নেতাকর্মীদের জনগনের পাশে থাকতে বলেন। তিনি বলেন, যারা চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্মে জড়িত তাদের ধরিয়ে দিতে হবে। খালেদা জিয়াকে সুস্থ করে দেশে এনে তার হাতে নেতৃত্ব দিতে হবে। একই সাথে তারেক রহমানকে দেশে এনে নেতৃত্ব দিতে হবে। এ জন্য সুন্দরভাবে একটি নির্বাচন করতে পারলে দেশের মানুষের স্বপ্ন পূরন করতে পারবো।
দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খানের সভাপতিত্বে এবং সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহীনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার। তিনি বলেন, গণতন্ত্রের দেয়া সরকারই হচ্ছে বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার। বেগম খালেদা জিয়া বরিশাল বিভাগ, বিশ্ববিদ্যালয়, বিমানবন্দরসহ অনেক উন্নয়ন করেছেন। বরিশালে শেখ হাসিনার ভাইয়েরা, আত্মীয়রা কেউ কোন উন্নয়ন করতে পারেনি। শুধু উত্তরাধীকার সূত্রে রাজনীতি করেছেন। সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহকে উদ্দেশ্য করে সরোয়ার বলেন ‘আমেরিকার একজন সুইপারকে এনে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বানিয়েছিলো শেখ হাসিনার সরকার। এতে মেয়রদের মর্যাদা ক্ষুন্ন হয়েছে।

সমাবেশে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা মাসুদ আহমেদ তালুকদার, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নু, সহ বণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরফুদ্দিন আহমেদ সান্টু, হায়দার আলী লেলিন, এবায়েদুল হক চান, দুলাল হোসেন, ডা. শহিদ হোসেন। সমাবেশে আরো বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুক, নিউইয়র্ক মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার প্রমুখ।