
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপির বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত।
বিএনপির বরিশাল বিভাগীয় মতবিনিময় সভা গতকাল রোববার বিকেলে নগরীর বরিশাল ক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুল আউয়াল মিন্টু। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মজিবর রহমান সরোয়ার, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো: আমানউল্লাহ, নির্বাহী কমিটির সদস্য এলিনা জামান। সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান। সঞ্চালনায় ছিলেন সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু। বিভাগের সকল ইউনিটের কমিটি সম্মেলনের মাধ্যমে গঠনের উপলক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছিলো। এতে বরিশাল মহানগর, বিভাগের ৫ জেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা বিভিন্ন মতামত তুলে ধরেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, জেলা দক্ষিণ বিএনপির আহবায়ক আবুল হোসেন খান, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক আফরোজা খানম নাসরিন।