ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

হিযবুত তাহরীরের সক্রি*য় সদস্য মোনায়েম গ্রেফতার

ক্রাইম টাইমস রিপোর্ট
মার্চ ১৭, ২০২৫ ১:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: হিযবুত তাহরীরের সক্রি*য় সদস্য মোনায়েম গ্রেফতার।

রাজধানী থেকে নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মতাদর্শ প্রচারকারী ও অন্যতম সংগঠক মোনায়েম হায়দারকে (২৬) গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

রোববার (১৬ মার্চ) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সন্ধ্যায় ঢাকা মহানগর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে সিটিটিসির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসির বরাত দিয়ে তিনি আরও জানান, গ্রেফতার মোনায়েম হায়দার বিভিন্ন নামে ফেসবুকে ভুয়া পেজ খুলে নিষিদ্ধ ঘোষিত হিযবুত তাহরীরের উগ্রবাদী মতাদর্শ প্রচার করে আসছিলো এবং গোপনে হিযবুত তাহরীরকে সংগঠিত করে আসছিল। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।