
নিজস্ব প্রতিবেদক :: শয়তানের নিঃশ্বাস’ ও মলম পার্টির ৩ সদস্য গ্রেফতার।
বরগুনায় ‘শয়তানের নিঃশ্বাস’ ও মলম পার্টির ৩ সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২ মে) দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরআগে বৃহস্পতিবার (১ মে) রাতে বরগুনার পৌর বাস টার্মিনাল থেকে স্থানীয়দের সহযোগিতায় তাদের গ্রেফতার করে পুলিশ।
তারা হলেন- জব্বার মোল্লার ছেলে মো. কবির হোসেন (৪৭), মো. কামাল বেপারীর ছেলে মাসুদ রানা বেপারী (২৯), সিদ্দিক ওরফে বাঘর ছেলে মো. মোশারফ (৩০)। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ জেলার চানপাড়া এলাকায়। তাদের সবার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
এ বিষয়ে বরগুনা সদর থানার পরিদর্শক ইউনুস আলী ফরাজী বলেন, ‘বিভিন্ন পদ্ধতি অবলম্বনের মাধ্যমে লোকজনকে হিপনোটাইজ এবং অচেতন করে তারা সর্বস্ব নিয়ে যেতো। স্থানীয়দের সহযোগিতায় আমরা তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পরে আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।’