ঢাকারবিবার , ৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নায়িকা হলেও ফ্যাশন ইন*ফ্লু*য়েন*সিং ছাড়বেন না, নীলা

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ৪, ২০২৫ ১২:৪৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বিনোদন  ডেস্ক :: আর মাত্র একদিন পরেই ব্যাট-বল নিয়ে মাঠে নামতে যাচ্ছে দেশের তারকারা। প্রতিবারের মতো এবারও একঝাঁক তারকা এতে অংশ নিচ্ছেন, তাদের একজন ইনফ্লুয়েনসার ও মডেল শাম্মি ইসলাম নীলা।

দুই বছর পর ফের মাঠে গড়ানো এই আসরটিকে সামনে রেখে শুরু হয়েছে তারকাদের প্র্যাকটিস সেশন। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন তারকারা। সেখানে নীলা সাংবাদিকদের জানালেন, কখনো নায়িকা হলেও ফ্যাশন ইনফ্লুয়েনসিং ছাড়বেন না তিনি।

শুরুতে একজন টিকটকার হিসেবেই পরিচিতি ছিলেন নীলা। এরপর নানা রকমের পোশাক, কাপড় নিয়ে কাজ শুরু করেন ফ্যাশন ইনফ্লুয়েনসার হিসেবে। এরপর ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০২৩’-এর আসরে চ্যাম্পিয়ন হন নীলা।

 

নীলা জানালেন, নিজের যোগ্যতা দেখানোর জন্যই ‘মিস ওয়ার্ল্ড’-এ অংশ নিয়েছিলেন তিনি। তার কথায়,‘মিস ওয়ার্ল্ডে যাওয়ার দরকার ছিল, আমার ক্যাপাবিলিটি কতটুকু, মঞ্চে গিয়ে তা দেখিয়েছি। আগামীতে যদি মনে হয়, কোনো জায়গা আমাকে ডিজার্ভ করে, ইনশাআল্লাহ ওইখানেও আমাকে দেখবেন।’

নীলা বলেন, ‘আপাতত আমার কাছে মনে হচ্ছে, ব্র্যান্ড প্রোমোশন আমাকে সবথেকে বেশি সময়ের মূল্য দিতে পারছে। যেটি আমার সবসময় মেইন আর্নিং সোর্স ছিল, সেই জায়গা কখনোই ফেলতে পারব না। আগামী দিনে যদি নায়িকাও হয়ে যাই, আড্ডা দিতে দিতে কাপড়ের লাইভ শুরু করব। এটা আসলে আমার একান্তই ভালোবাসার জায়গা।’

এ সময় নিজের লুকের প্রশংসাও করেন নীলা!মজার ছলে বলেন, ‘জাপানি বা চাইনিজ দেখতে হলেও আমি বাঙালি, আমাকে বাঙালিই লাগে; যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এসেছি, তো বাঙালি না লাগলে তো আর বাংলাদেশ থেকে পাঠাবে না।’