
নিজস্ব প্রতিবেদক :: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা জাতীয় মহাসড়ক চার লেনে উন্নয়ন-সংক্রান্ত ভূমি অধিগ্রহণের উদ্যোগ নেয়ায় অন্তবর্তীকালিন সরকারের উপদেষ্টাদের দক্ষিণাঞ্চলের ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ, পেশাজীবী, রাজনৈতিক ও সর্বস্তরের জনগণের পক্ষে শুভেচ্ছো, অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা ও জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য এবায়েদুল হক চাঁন।
এরমধ্যে সরকারি অর্থায়ন দুই হাজার ৭৯৮ কোটি ১৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ৮১২ কোটি ৯৫ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ১৪৫ কোটি ছয় লাখ টাকা।
বুধবার (৭ মে) পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় তিন হাজার ৭৫৬ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি নতুন প্রকল্প অনুমোদন দেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূস। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের এসব তথ্য জানান।