
নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীতে মাদকের আসর থেকে ইয়াবা সেবনরত অবস্থায় সরঞ্জামসহ চারজনকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশের একটি দল। এদের মধ্যে দুইজন পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে গেছে বলে জানা গেছে। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) নগরীর ভাটিখানার শাহাপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ওই এলাকার মামুন, আল-আমিন। হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া ব্যক্তিরা হলেন- মিরাজ ও রাসেল। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও রাজু নামের এক যুবককে আটক করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, বুধবার দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা বিক্রি ও সেবন চলছে এমন খবরে কাউনিয়া থানার এসআই আল-মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়ায় অভিযান চালায়। এ সময় চারজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। এরপর সুযোগ বুঝে পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে তারা পালিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে আরও রাজু নামের এক যুবককে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি (অপারেশন) কামাল আহমেদ বলেন- পালতকদের ধরতে আমাদের অভিযান চলছে। পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেফতারের পর বিস্তারিত জানানো হবে।