ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল নগরীতে ওটিবিএল টাওয়ারে অ*গ্নি*কা* ণ্ড

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৫, ২০২৫ ১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশাল নগরীর বটতলা গোড়াচাঁদ দাস রোডে অবস্থিত ১০ তলা বিশিষ্ট ওটিবিএল টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মে) রাত ৯টার দিকে ভবনটির ছাদে থাকা একটি স্টোর রুমে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বরিশাল ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, ভবনটিতে নিজস্ব অগ্নিনির্বাপক ব্যবস্থা থাকলেও রক্ষণাবেক্ষণের অভাবে সেগুলো ব্যবহারযোগ্য ছিল না। এছাড়া সরঞ্জাম নিচ থেকে ১০ তলায় উঠাতে গিয়ে কিছুটা সময় লেগেছে, যা আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব সৃষ্টি করেছে।

আলেকান্দা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাসিম জানান, ভবনের ছাদে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা চিৎকার শুরু করলে তারা বিষয়টি জানতে পারেন। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয় এবং ভবনের ভেতরে থাকা লোকজনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।