ঢাকাবৃহস্পতিবার , ২৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শা*ন্তি*র প্রথম শ*র্ত একতা তাই আমাদের সবাইকে এ*ক*তা*ব*দ্ধ হতে হবে : বরিশাল রে*ঞ্জ ডি আই জি

ক্রাইম টাইমস রিপোর্ট
মে ২৯, ২০২৫ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: ‘আর নয় যুদ্ধ, বিশ্বব্যাপী শান্তি চাই’ এই স্লোগান সামনে রেখে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে আন্তর্জাতিক শান্তি রক্ষী দিবস -২০২৫ পালিত হয়েছে।

শান্তি রক্ষা মিশনে বাংলাদেশ যুক্ত হওয়ার ৩৭ তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (২৯ মে) সকাল ১০ টায় বিএমপি পুলিশ লাইন্স ড্রিলশেটে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেঞ্জ ডিআইজি মো: মঞ্জুর মোর্শেদ আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মো: আসাদুজ্জামান প্রিন্স, বিমান বাহিনীর স্কাটন লিডার মো: মুবিন, ইউনিসেফ বরিশাল বিভাগীয় প্রধান মো: আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

পুলিশ কমিশনার মো: শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সেনা, নৌ, বিমানবাহিনী, কোস্ট গার্ড, সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের নেতা-কর্মীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

শুরুতেই বেলুন, ফেস্টুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন অতিথিরা। এরপর একই রঙের টি শার্ট ও ক্যাপ পড়ে আগত অতিথিদের নিয়ে জমকালো এক র‍্যালী অনুষ্ঠিত হয়। এছাড়াও সকল শহীদদের আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি মো: মঞ্জুর মোর্শেদ আলম সকল শান্তিরক্ষীদের শ্রদ্ধা নিবেদন করে বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অবদান বিশ্বব্যাপী স্বীকৃত। শান্তি প্রথম শর্ত একতা তাই আমাদের সবাইকে একতাবদ্ধ হতে হবে। শান্তি রক্ষায় জাতী, ধর্ম, লিঙ্গ নির্বিশেষে একযোগে কাজ করতে হবে। বিশ্বব্যাপী শান্তি প্রতিষ্ঠায় সেনা, নৌ, বিমান বাহিনীসহ পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা যুক্ত রয়েছে। তারা নিজেদের জীবন বাজী রেখে কাজ করে যাচ্ছে।

তিনি আরও বলেন, যুদ্ধ নয় আমরা শান্তি চাই,পারমাণবিক বোমা নয় আমরা মানবিকতা চাই। ফিলিস্তিনে নিরীহ মানুষের উপর নির্যাতনের তীব্র নিন্দা জানাই পাশাপাশি ফিলিস্তিনের মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠায় আমরা কাজ করতে চাই। আমাদের দেশের মানুষ যেমন শান্তি প্রিয় ঠিক তেমনি এ দেশের শান্তি রক্ষীরা পৃথিবীর বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তাদের এই আত্মত্যাগ বিশ্বের দরবারে আমাদের সম্মান বৃদ্ধি করেছে। আমরা চাই আমাদের এই মর্যাদা চিরদিন অটুট থাকুক পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ুক শান্তির বানী।