ঢাকারবিবার , ১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আন্তর্জাতিক অ*প*রা*ধ ট্রা*ই*ব্যু*না*লের সামনে বি*স্ফো*র*ণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর শিশু একাডেমি এলাকায় ফুটপাতে ককটেল সদৃশ দুটি বস্তুর বিস্ফোরণ ঘটেছে। এছাড়া ককটেল সদৃশ একটি বস্তু অবিস্ফোরিত অবস্থায় পাওয়া গেছে। রোববার (১ জুন) ভোর সাড়ে ৫টা থেকে ৬টার মধ্যে এ বিস্ফোরণ ঘটে।

এই ফুটপাতের সামান্য দূরে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালে আজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন। এর আগে সেখানে এই বিস্ফোরণের ঘটনাকে খুব গুরুত্ব নিয়ে দেখছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বলেন, শিশু একাডেমির গেটের সামনের ফুটপাতে ককটেল সদৃশ দুইটি বস্তু বিস্ফোরিত হয়। এছাড়া একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পাওয়া যায়।

বস্তুগুলো ককটেলের মতো দেখতে হলেও এগুলো ককটেল ছিল না। মূলত পটকার বিস্ফোরণ ঘটেছিল। তিনি আরও বলেন, ঘটনার পর পর পুলিশের বোম ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যায় এবং পরবর্তী কার্যক্রম গ্রহণ করে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।