ঢাকাবুধবার , ১১ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈদের ছুটি শে ষে না হতেই বরিশালে মা*ঠে নে*মে*ছে নিসচা

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১১, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক ::: সদ্য সমাপ্ত পবিত্র ঈদ-উল-আযহার ছুটিতে নাড়ির টানে ছুটে আসা মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটি। এরই ধারাবাহিকতায় ঈদের ছুটি শেষ হতে না হতেই আজ বুধবার (১১ জুন) বিকেল ৪ টায় নগরীর আমতলা মোড় এলাকায় ছুটি কাটিয়ে কর্মস্থলমুখী মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে চালক, যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ, পথসভা ও মাইকিং করে সচেতনতামূলক প্রচার-প্রচারণা করেছে সেচ্ছাসেবী এই সংগঠনের সদস্যরা।

বরিশালসহ সারা দেশে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বেপরোয়া গতি, হাইড্রলিক হর্ণ ব্যবহার, লক্কর ঝক্কর গাড়ি চলাচল বন্ধসহ সকল ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন এবং সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের সার্জেন মো: হাসিব ইবনে মিজান, এটিএসআই মো: জামাল হোসেন, কনস্টেবল মো: জুয়েল রানা, নিসচার কার্যনির্বাহী সদস্য প্রশিক্ষক মো: শহিদুল ইসলাম সাগর, মো: রুবেল আহমেদ হিমেলসহ অন্যান্যরা।