ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বা*ল্য*বিয়ে করতে গিয়ে জ*রি*মা*না গু*ণলেন প্র*বাসী

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৪, ২০২৫ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের গৌরনদীতে বাল্যবিয়ে করতে গিয়ে ভ্রাম্যমাণ আদালতের দণ্ডে ৮০ হাজার টাকা জরিমানা গুনেছেন সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদার।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়।

বরিশালের গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার টিকাসার গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে পূর্ব কটকস্থল গ্রামের বাসিন্দা ও সিঙ্গাপুর প্রবাসী শাহীন হাওলাদারের বিয়ের আয়োজন চলছিল।

বিষয়টি জানার পর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় কিশোরীর বাবা-মা পালিয়ে গেলেও শাহীন হাওলাদারকে আটক করা হয়।

পরে বাল্যবিয়ে নিরোধ আইন অনুযায়ী শাহীন হাওলাদারকে ৮০ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানা পরিশোধের পর তাকে মুক্তি দেওয়া হয়।

এ প্রসঙ্গে আরও জানা যায়, মাত্র ২০ দিন আগে আরেকটি বাল্যবিয়ের চেষ্টা করেছিলেন এই শাহীন হাওলাদার। সেসময়ও একই ম্যাজিস্ট্রেট তাকে আটক করে ভবিষ্যতে এমন কাজ না করার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছিলেন।

তবে সেই প্রতিশ্রুতি ভেঙে আবারও বাল্যবিয়ের চেষ্টা করায় এবার আর ছাড় পাননি তিনি।