ঢাকাশনিবার , ১৪ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশঃ অ্যাডভোকেট হেলাল

ক্রাইম টাইমস রিপোর্ট
জুন ১৪, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: আগামীর বাংলাদেশকে জনগন ইসলামের বাংলাদেশ হিসেবে দেখতে চায়। তাই সারাদেশেই ইসলামের পক্ষে একটি গণজোয়ার তৈরী হয়েছে। এ কারনেই বলা হয়, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়পাশা-কড়াপুর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল আ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
শুক্রবার সন্ধ্যা ৭ টায় বসুরহাটে এই অনুষ্ঠানে প্রায় সহস্র মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু বাবর। সভাপতিত্ব করেন মোঃ আব্দুর রউফ। এছাড়া স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।