
নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জের গারুরিয়ায় অবৈধ ট্রলি ও পাওয়ার টিলার চলার কারনে গ্রামের রাস্তা ঘাট, ছোট ছোট ব্রীজ,কার্লভার্ট ধ্বংস হয়ে যাচ্ছে। পাওয়ার টিলারের শক্তলোহার চাকার কারনে পিচ ঢালাই রাস্তার পিচ যেমন উঠে যাচ্ছে মাটির রাস্তা ও ভেঙ্গেচুরে নষ্ট হয়ে যাচ্ছে। রাস্তায় চলাচলের সময় লোহার চাকার পাল্টিয়ে রাবারের টায়ারের চাকা লাগিয়ে চলাচল করলে এই সমস্যা হওয়ার কথা না।
এখনই যদি সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের জন প্রতিনিধি সহ সুশীল সমাজের কর্তা ব্যক্তিরা এ ব্যাপারে প্রয়োজনীয় তরিৎ ব্যবস্থা গ্রহন না করে তাহলে সঠিক রক্ষনা বেক্ষনের অভাবে ধ্বংস হয়ে যাবে গ্রামের রাস্তা ঘাট ব্রিজ কার্লভার্ট। অপরদিকে লাইসেন্স বিহীন অবৈধভাবে অতিরিক্ত মাল বোঝাই ট্রলি চলার কারনে গ্রামের ছোট্ট ব্রীজ ও কার্লভার্ট ভেংগে যাচ্ছে অনবরত।
এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার এখনই দরকার বলে স্হানীয় ভুক্তভোগী জনসাধারণ মবে করেন।লক্ষ্য করলে আমরা দেখতে পাব হেলেঞ্চা। আব্দুর রশীদ মোল্লা বাড়ীর সামনের ব্রীজ, সাহেবপুর বটেরবাড়ীর সামনের ব্রিজ,
সাহেবপুর মাঝি বাড়ির সামনের খালের ব্রিজ, সাহেবেরহাট খালের ব্রিজ সুখী নীলগঞ্জ বাজারের পশ্চিম পাশে খালের ওপড় ব্রিজ সহ গারুরিয়া ইউনিয়নের অনেক ছোট ছোট ব্রিজ,কার্লভার্ট এই অতিরিক্ত মাল বোঝাই ট্রলি চলার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। যার ভোগান্তি ভুগছে নীড়িহ সাধারণ পথ চলাচল কারী জনসাধারণ।