
নিউজ ডেস্ক ::
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হচ্ছে আগামী শুক্রবার। বুধবার দুপুরে রাজধানীর ইসকন-স্বামীবাগ মন্দিরে ‘রথযাত্রা উৎসব উদযাপন উপলক্ষে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস বক্তব্য রাখেন।
তিনি বলেন, এবারও বর্ণাঢ্য শোভাযাত্রাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যমে আনন্দমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার বিকাল ৩টায় রথযাত্রা শুরু হয়ে আগামী ৫ জুলাই বিকাল ৩টায় উলটো রথের মধ্য দিয়ে এ উৎসব শেষ হবে।
শুক্রবার বিকাল ৩টায় স্বামীবাগ ইসকন আশ্রম থেকে রথযাত্রার যাত্রা শুরু হবে জানান তিনি।
ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক বলেন, রথযাত্রাটি আশ্রম থেকে শুরু হয়ে জয়কালী মন্দির, ইত্তেফাক মোড়, শাপলা চত্বর, দৈনিক বাংলা মোড়, বায়তুল মোকাররম মসজিদের উত্তর পাশ দিয়ে, পল্টন মোড়, প্রেস ক্লাব, কদম ফোয়ারা, হাই কোর্ট মাজার, দোয়েল চত্বর, শহীদ মিনার, জগন্নাথ হল, পলাশী মোড় হয়ে ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পৌঁছবে। একই পথে বিপরীত দিকে ৫ জুলাই উলটো রথযাত্রার দিন স্বামীবাগ আশ্রমে পৌঁছবে।
সংবাদ সম্মেলনে চারু চন্দ্র দাস আরও জানান, আইন-শৃঙ্খলবাহিনী তথা সরকারের সঙ্গে তাদের কথা হয়েছে। খুব সুন্দর ও নিরাপত্তার মধ্য দিয়ে উৎসবটি পালিত হবে।
‘আমাদের কোনো ভয়-ভীতি নেই, বাংলাদেশে এ উৎসব খুব সুন্দরভাবে পালিত হয়ে আসছে’ উল্লেখ তিনি আরও বলেন, আমরা অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টাকে নিমন্ত্রণ দিয়েছি। একই দিন সারা দেশে ১২৮টি স্থানে রথযাত্রা শুরু হবে ইসকনের নেতৃত্বে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইসকন নেতা জ্যোতিশ্বর গৌর দাস ব্রহ্মচারী, বিমলা প্রসাদ দাস, হৃষিকেশ গৌরাঙ্গ দাস, নন্দন আর্চায দাস ও শুভ নিতাই দাস।