
নিজস্ব প্রতিবেদক :: এয়ারপোর্ট থানা পুলিশের সফল অভিযানে একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ আল-আমিন নাইম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে এ আসামিকে গ্রেফতার করেন। অভিযানে আজ গ্রেফতার করা হয়।
👉 নাম: মোঃ জসিম আকন (৪০)
👉 পিতা: আশরাফ আলী আকন
👉 গ্রাম: বাঘিয়া, থানা: এয়ারপোর্ট, জেলা: বরিশাল
উল্লেখ্য, জসিম আকনের বিরুদ্ধে একটি হত্যা মামলায় আদালত থেকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয় এবং তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
এয়ারপোর্ট থানার এই সাফল্যকে থানা এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।