
নিজস্ব প্রতিবেদক :: ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের হোসেনকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ আটক করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়।
আটকের পর বাংলাদেশের দর্শনা ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জালিয়াতি মামলায় আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছে।
আটককৃত জুবায়ের হোসেন বাগেরহাট জেলার সরনখোলা থানার রাজের গ্রামের হুমায়ুন কবির ছেলে। তার পাসপোর্ট নং- B0044820।
আরও পড়ুন: বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা
দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এসআই তুহিন হোসেন জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভারতের গেদে ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশি পাসপোর্টধারী জুবায়ের হোসেনকে দর্শনা আইসিপি দিয়ে হস্তান্তর করে।
পুলিশ জানায়, জুবায়ের হোসেন গত বছরের ২৪ নভেম্বর বৈধভাবে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করেন। তবে ভারতে অবস্থানকালে বাংলাদেশি ইমিগ্রেশন সিল জালিয়াতি করে ভুয়া গমন দেখান। বৃহস্পতিবার বাংলাদেশ থেকে না গিয়েও ভুয়া এন্ট্রি দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করলে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।
এরপর দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ এসআই তুহিন হোসেন বাদী হয়ে জুবায়ের হোসেনের বিরুদ্ধে প্রতারণা মামলা দায়ের করেন।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদ তিতুমীর জানান, শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।