ঢাকাশনিবার , ১২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ডেঙ্গুতে নতুন আ*ক্রা*ন্ত ৬৮ জন

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১২, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরগুনায় ডেঙ্গুতে নতুন করে আরও ৬৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ৭৮৩ জনে। শুক্রবার (১১ জুলাই) বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনায় নতুন করে আরও ৬৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে। বরগুনা সদর উপজেলায় ৪৫ জন, পাথরঘাটা উপজেলায় ১৩ জন, তালতলী উপজেলায় ৬ জন এবং বামনা উপজেলায় ৪ জন নতুন করে আক্রান্ত হয়েছেন।

জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ১৭০ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ১১৩ জন, আমতলী উপজেলায় ১ জন, বামনায় ২১ জন, পাথরঘাটায় ২৩ জন এবং তালতলী উপজেলায় ১২ জন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের মধ্যে সদর উপজেলায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৯ জন, তালতলী উপজেলায় ৬৮ জন, বামনা উপজেলায় ১২৫ জন, বেতাগী উপজেলায় ৩৮ জন, আমতলী উপজেলায় ৪৩ জন এবং পাথরঘাটা উপজেলায় ২০০ জন।

অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৩২ জনের মধ্যে ২৫ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ৩ জনের বাড়ি পাথরঘাটা উপজেলায় এবং ৪ জনের বাড়ি বেতাগী উপজেলায়। বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসকিয়া সিদ্দিকাহ জানিয়েছেন, গত ৩ দিনে বরগুনায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা একটু কমেছে।

তারপরেও সিঁড়ির সামনে, ব্যালকনিসহ আনাচে কানাচে রোগীদের রাখতে হচ্ছে। বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ জানিয়েছেন, প্রতিদিনই ৫০ এর উপরে ডেঙ্গু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। কিছুতেই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ন্ত্রণে আসছে না