ঢাকারবিবার , ১৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ডেঙ্গু আ*ক্রা*ন্ত হয়ে নারীর মৃ*ত্যু, নতুন আ*ক্রা*ন্ত ৫১

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৩, ২০২৫ ১০:২১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরগুনায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে। নতুন আক্রান্ত হয়েছে ৫১ জন। রবিবার (১৩ জুলাই) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রোগীর নাম খালেদা সুলতানা কণিকা। তিনি বরগুনা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চরকলোনী এলাকার মহসিন খোকনের স্ত্রী।

রবিবার (১৩ জুলাই) বরগুনা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় শুধু বরগুনা সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রোগীর সংখ্যা ৪২ জন। জেলার বিভিন্ন হাসপাতালে আরও ভর্তি রয়েছেন ৯ জন। তাদের মধ্যে তালতলীতে ৩ এবং পাথরঘাটায় ৬ জন রয়েছেন। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৪১ জন।

এ বছর জেলায় এখন পর্যন্ত ৩ হাজার ৯০২ জন ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৭৬১ জন। এছাড়া বরগুনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৬ জন আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বরগুনার বাইরে চিকিৎসা নিয়ে মারা গেছেন আরও ২৯ জন। এ নিয়ে বরগুনায় মোট মৃত্যুর সংখ্যা ৩৫ জন।

বরগুনা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘পৌরসভা, জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের মশা নিধন কার্যক্রমে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা একটু কমে আসছে। আমাদের স্বাস্থ্য বিভাগ চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করে যাচ্ছে। ইনশা-আল্লাহ আমরা এই পরিস্থিতি থেকে থেকে ফিরে আসবো।’