
নিউজ ডেস্ক :: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা ভূমি অফিসে সরকারি গোপনীয় স্পর্শকাতর নথিপত্রের ছবি তোলা ও ঘাঁটাঘাঁটির সময় নাজিম উদ্দিন রানা নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকালে তাকে চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে। এ আগে সোমবার (১৪ জুলাই) সন্ধ্যায় লোহাগাড়া উপজেলা ভূমি অফিস থেকে তাকে হাতেনাতে আটক করে বিভাগীয় কমিশনার কার্যালয়ের ভ্রাম্যমাণ টিম।
নাজিম উদ্দিন রানা বান্দরবান জেলার লামা উপজেলার আজিজনগর রোড় পাড়া এলাকার মৃত আহমদ ছফার ছেলে। তিনি লামা উপজেলার আজিজনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনার লোহাগাড়া ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় ওই আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানা ভূমি অফিসের বিভিন্ন গোপনীয় স্পর্শকাতর নথিপত্রের ছবি তুলছিলেন এবং বিভিন্ন ফাইল ঘাঁটাঘাঁটি করছিলেন। তার কার্যক্রম সন্দেহজনক মনে হলে তাৎক্ষণিকভাবে তাকে আটক করা হয়। পরে তাকে লোহাগাড়া থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।
চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আওয়ামী লীগ নেতা নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে বন বিভাগের মোট ৫টি মামলা রয়েছে। সংরক্ষিত বনাঞ্চল জমি দখল করে তিনি ৫টি মাছের ঘের করেছেন। তার এক খালাতো ভাইয়ের নামে মাছের ঘের রয়েছে আরও ৭টি। তিনি প্রভাব খাটিয়ে সংরক্ষিত বনাঞ্চলের অনেক সেগুন গাছ কেটে নিয়ে গেছেন। এ ছাড়া চুনতি অভয়ারণ্যের জায়গা দখল করে তিনি পাকা বাড়ি নির্মাণ করতে গেলে বন বিভাগ তা উচ্ছেদ করে।
লোহাগাড়া থানার ওসি (তদন্ত) রবিউল আলম খান বলেন, নাজিম উদ্দিন রানার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে পাঠানো হয়েছে।