ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদর-৫ আসন নিয়ে এখনো অনড় অবস্থানে জামায়াত ও ইসলামী আন্দোলন

ক্রাইম টাইমস রিপোর্ট
জানুয়ারি ১৪, ২০২৬ ১২:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল সদর-৫ আসন নিয়ে এখনো অনড় অবস্থানে জামায়াতও ইসলামী আন্দোলন!

বরিশাল সদর আসন নিয়ে জামায়াতে ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের বোঝাপড়ার মধ্যে নানামুখি আলোচনা চলছে রাজনৈতিক পর্যবেক্ষক মহলে। বিভাগীয় সদরের এ আসনটিতে কোন অবস্থাতেই ছাড় দিতে রাজী নয় ইসলামী আন্দোলন। অপর দিকে জামায়াতও তাদের অবস্থানে অনড়। উভয় দলের প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে বিবেচিত হয়েছে। ১১ দলীয় জোটের মূল জটিলতা জামায়াতে ইসলামীর সাথে ইসলামী আন্দোলনের মধ্যেই বিরাজ করছে বলে একাধিক সূত্রে বলা হচ্ছে। আর ১১ দলীয় জোটের সমঝোতার এ জটের কয়েকটি কারণের মধ্যে বরিশাল সদর আসনটি জটিল পরিস্থিতি সৃষ্টি করে আছে বলে জানা গেছে।

শুরু থেকেই উভয় দল এ আসনটি দাবী করলেও আলাপ আলোচনার মাধ্যমে সামাধানে পৌছাতে পারেনি। জামায়াতের পক্ষ থেকে ইসলামী আন্দোলনকে প্রথমে ৪৩টি আসন ছেড়ে দেয়ার কথা বলা হলেও তারমধ্যে বরিশাল সদর আসনটি কোন পর্যায়ে আছে তা স্পষ্ট করা হয়নি। ইসলামী আন্দোলন বাংলাদেশ ১৯৯১ সাল থেকে বরিশাল সদর আসনে নির্বাচন করে আসলেও কোন গ্রহণযোগ্য নির্বাচনেই সুবিধা করতে পারেনি। ২০০১ সালের নির্বাচনে এরশাদের জাতীয় পার্টির সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেও কোন সুফল মেলেনি।
জামায়াতে ইসলামী ১৯৯১ ও ১৯৯৬ সালে বরিশাল সদর আসনে এককভাবে নির্বাচনে অংশ নিলেও কোন সুফল পায়নি। এরপর থেকে তারা ২০০১ ও ২০০৭ সালের নির্বাচনে ৪ দলীয় জোট হিসেবে বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়েছে।

 

১১ দলীয় জোটের প্রধান দুই শরিকই বরিশাল সদর আসনের ব্যাপারে অনড়। ইসলামী আন্দোলনের পক্ষ থেকে ইতোমধ্যে যথেষ্ট দৃঢ়তার সাথেই বলা হচ্ছে ‘বরিশাল সদর আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হবেন তাদের মনোনিত। এ ব্যাপারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল সদর আসনে দলটির প্রার্থী মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ‘ ১১ দলীয় জোটের প্রার্থীতা চূড়ান্ত হয়নি। আলাপ আলোচনার মাধ্যমেই সমাধান সূত্র বেরিয়ে আসবে।
তবে বরিশাল সদর আসনটি নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষক মহলও নিবিড় পর্যবেক্ষনে রয়েছে বলে জানা গেছে। একাধিক সূত্রের মতে, বরিশাল সদর সহ সব আসনেই সব জোটেরই সমঝোতার বিষয়টি নিবিড় পর্যবেক্ষনে রয়েছে।