ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরগুনায় ডেঙ্গু কে ড়ে নিলো শিক্ষিকার প্রা*ণ

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ১৭, ২০২৫ ৬:৫০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরগুনায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে শিরিন সুলতানা (৪৫) নামে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার মৃত্যু হয়েছে। তিনি বরগুনা বিআরডিবির সাবেক চেয়ারম্যান এবিএম রুহুল আমিনের স্ত্রী ও ধূপতি মনসাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। স্বজনরা জানান, কয়েকদিন আগে তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি তিন সন্তানের জননী ছিলেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, শিরিন সুলতানাসহ এ পর্যন্ত বরগুনা জেলায় ডেঙ্গুতে মোট ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২৮ জন বরগুনা সদর, ৪ জন বেতাগী এবং ৩ জন পাথরঘাটা উপজেলার বাসিন্দা।

এদিকে বরগুনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন আরও ৭১ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৯৩ জন, যার মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৩৮ জন।

এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, দিন যত যাচ্ছে, ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ততই বাড়ছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আনতে পারলে চিকিৎসা ব্যবস্থাও চাপে পড়বে। তিনি স্থানীয়দের সচেতন হয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও মশক নিধন কার্যক্রম জোরদারের আহ্বান জানান।