ঢাকারবিবার , ২০ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থীদের তো*পে*র মুখে প্র*ক্ট*র পরিবর্তনের আ*শ্বা*স দিলেন ববি উপাচার্য

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২০, ২০২৫ ৬:৫১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) প্রশাসনে আওয়ামী ঘরানার কর্মকর্তাদের বহাল রাখা নিয়ে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েছেন অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। গত বৃহস্পতিবার প্রক্টর হিসেবে আওয়ামী লীগ সমর্থক হিসেবে চিহ্নিত ড . মোহাম্মদ সাখাওয়াত হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান শিক্ষার্থীরা। প্রয়োজনে আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন তারা।

এ বিষয়ে অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম বলছেন, প্রক্টরের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি তার জানা ছিল না। তবে শিগগির অন্য কাউকে তার স্থলাভিষিক্ত করা হবে।

নতুন প্রক্টর ড . মোহাম্মদ সাখাওয়াত হোসেন ২০২৩ খ্রিষ্টাব্দে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকের প্রচার কমিটির সদস্য ছিলেন। এছাড়া ইতিপূর্বে আওয়ামী ঘরানার দুই উপাচার্যের সময় প্রভোস্ট ও পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন তিনি। ফলে প্রক্টর হিসেবে তার নিয়োগের খবরে ক্ষুব্ধ হয়ে ওঠেন শিক্ষার্থীরা।

গত বৃহস্পতিবার রাত ১০টার পর শিক্ষার্থীদের একটি দল উপাচার্যের সঙ্গে বৈঠক করে। এ সময় প্রশাসন থেকে আওয়ামী ঘরানার কর্মকর্তাদের কেন সরানো হচ্ছে না, তার ব্যাখ্যা চান তারা। উত্তরে রোববারের (আজ) মধ্যে নতুন প্রক্টর নিয়োগ দেওয়ার আশ্বাস দেন উপাচার্য। গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক ড . মোহাম্মদ তৌফিক আলম।

এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা ৮২ দফা দাবি তোলেন। এর একটি ছিল সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, ভিসি অফিস ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ থেকে আওয়ামী ঘরানার ব্যক্তিদের অপসারণ। কিন্তু শিক্ষার্থীদের অভিযোগ, এ পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি।

লোক-প্রশাসন বিভাগের শিক্ষার্থী মোকাব্বেল শেখ বলেন, আমরা ১২ জন বিতর্কিত শিক্ষকের তালিকা দিয়েছিলাম। সেসব আমলে না নিয়ে উল্টো আওয়ামী ঘরানার একজনকে প্রক্টর বানানো হয়েছে। ছাত্রলীগের কোনো অপরাধের বিচার হয়নি। অথচ আওয়ামীপন্থীদের পদোন্নতির তৎপরতা চলছে।

জীববিজ্ঞান অনুষদের ডিন ও সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, উপাচার্য তার মুখোশ খুলে ফেলেছেন। দুই মাস পর এসে তিনি এমন একজনকে নিয়োগ দিয়েছেন, যার রাজনৈতিক পরিচয় পরিষ্কার। এটা জুলাই আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নামান্তর।

উপাচার্য মোহাম্মদ তৌফিক আলম বলেন, প্রক্টর ইস্যুতে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা হয়েছে। তাদের কাছে বিষয়টি ব্যাখ্যা করেছি।