
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে বিএনপির প্রার্থী সরোয়ারের বিলবোর্ড-ব্যানার ছিঁড়ে ফেলল দুর্বৃত্তরা।
নগরীর ২১ নম্বর ওয়ার্ডের করিম কুটির এলাকায় গতকাল ১৯ নভেম্বর রাতের আঁধারে বিএনপির প্রার্থী মজিবর রহমান সরোয়ারের বেশ কয়েকটি বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২১ ওয়ার্ডের যুবদল নেতা আল আমিনসহ স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
নেতাকর্মীরা জানান, নির্বাচনী পরিবেশ নষ্ট করতে পরিকল্পিতভাবে এসব নাশকতামূলক ঘটনা ঘটানো হচ্ছে। তারা দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ ছাড়া অভিযোগ রয়েছে—এর আগেও বরিশাল-৫ আসনের বিভিন্ন স্থানে একই ধরনের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় নগরবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
–


