ঢাকাবুধবার , ২৩ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৪৫০ পিস ই*য়া*বাসহ মা*দ*ক ব্যবসায়ী আ*ট*ক

ক্রাইম টাইমস রিপোর্ট
জুলাই ২৩, ২০২৫ ২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরগুনার পাথরঘাটায় ৪৫০ পিস ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজাসহ শুক্কুর মিয়া (৬০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে কোস্টগার্ড। আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরের দিকে পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটাখালী এলাকা থেকে তাকে আটক করে পাথরঘাটা নৌবাহিনীর সদস্যরা। শুক্কুর মিয়া কাটাখালী গ্রামের বাসিন্দা তার বাবার নাম মৃত আলতাফ হোসেন।

লেঃ কমান্ডার, এম আশফাক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় শুক্কুর মিয়ার দেহ তল্লাশি করে ৪৫০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পাথরঘাটা থানায় সোপর্দ করা হয়।