
নিজস্ব প্রতিবেদক :: বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু ডেপুটি এটর্নি জেনারেল পদে নিয়োগ পেয়েছেন। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ ল অফিসার্স অর্ডার ১৯৭২ এর ৩(১) অনুচ্ছেদের প্রদত্ত ক্ষমতা বলে ৪১জন সুপ্রিম কোর্টের আইনজীবীকে গতকাল ডেপুটি এটর্নি জেনারেল পদে নিয়োগ প্রদান করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. কাজী এনায়েত হোসেন বাচ্চু জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কমিটির বর্তমান সহ-সভাপতি। এছাড়া তিনি বরিশাল সদর উপজেলা বিএনপির একাধিক বার আহবায়ক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে বরিশাল সদর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী হিসেবে (আনারস মার্কায়) নির্বাচন করেছিলেন। চন্দ্রমোহন ইউনিয়ন বিএনপি সভাপতি হিসেবে ১৯৯৬-২০০১ দায়িত্ব পালন করেছেন। বরিশাল ল কলেজ এর (ছাত্রদল প্যানেল) এর সাহিত্য সম্পাদক, বরিশাল পৌর বিএনপির সদস্য, চট্টগ্রাম সরকারী টিটি কলেজ ১৯৮৭-৮৮ (নির্বাচিত) জিএস, চন্দ্রমোহন ইউনিয়ন যুবদল এর সাধারন সম্পাদক, জাগদল চন্দ্রমোহন ইউনিয়ন এর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও ইয়ুথ কমপ্লেক্স চন্দ্রমোহন ইউনিয়ন এর সদস্য এবং চন্দ্রমোহন ইউনিয়ন ছাত্রদল (১৯৭৯) এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন এ্যাডভোকেট কাজী এনায়েত হোসেন বাচ্চু ।


