ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে যুব সমাজের উদ্যোগে ভে ঙে যাওয়া সড়ক মেরামত, স্ব স্তি তে এলাকাবাসী

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা গ্রামে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে মেরামত করা হয়েছে ভেঙে যাওয়া পাকা সড়ক। শনিবার সকালে উপজেলার রহমতপুর–দোয়ারিকা পুরাতন ফেরিঘাট সড়কের মানিককাঠি নামক স্থানে ৫০০ মিটারজুড়ে ধসে যাওয়া সড়কটি পুনঃনির্মাণ করেন এলাকার প্রায় ৫০ জন তরুণ।

ফলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে দোয়ারিকা ও মানিককাঠি গ্রামের প্রায় ৫০ হাজার মানুষের। সড়কটি ভেঙে যাওয়ার কারণে যানবাহন চলাচল বন্ধ ছিল, ফলে শিক্ষার্থী, রোগী ও কৃষকদের দুই কিলোমিটার ঘুরে চলাচল করতে হতো।

স্থানীয় কলেজ পড়ুয়া শিক্ষার্থী পারভেজ হাওলাদার জানান, “বেশ কয়েকবার সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েও কাজ হয়নি। তাই এলাকার যুব সমাজ ও মুরুব্বীদের অনুপ্রেরণায় আমরা নিজেরা ইটের খোয়া ও বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করেছি।”

স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম নয়ন বলেন, “আমি গর্বিত যে আমাদের ছেলেরা নিজের হাতে গ্রামের রাস্তা ঠিক করছে। এটা আমাদের নতুন প্রজন্মের সচেতনতার দৃষ্টান্ত।”

স্থানীয়দের এমন উদ্যোগে প্রশংসা জানিয়েছে এলাকাবাসী। তারা আশা করছেন, দ্রুত সড়কটি স্থায়ীভাবে পুনর্নির্মাণ করার মাধ্যমে নিরাপদ যাতায়াত নিশ্চিত করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।