
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে নিজের ছেলের হাতে খুন হন ইসলামি বক্তা, রহস্য উদঘাটন।
বরিশাল বিভাগের ভোলার বহুল আলোচিত ইসলামি বক্তা মাওলানা আমিনুল হক নোমানী হত্যার রহস্য উদঘাটন করেছে পুলিশ। মাওলানা নোমানীর বড় ছেলে ১৭ বছর তিন মাস বয়সী রেদোয়ান ছুরিকাঘাতে বাবাকে হত্যা করে।
আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় ভোলা পুলিশ সুপার এর কার্যালয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. শরিফুল হক।
প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার জানান, পিতার কঠোর শাসনে অতিষ্ঠ হয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে রেদোয়ানের মধ্যে। বিভিন্ন ধরণের মুভি দেখে রেদোয়ান পিতাকে হত্যার পরিকল্পনা করে। এজন্য সে অনলাইনের মাধ্যমে একটি ছুরি আনে এবং সেই ছুরি দিয়ে একা ঘরে বাবাকে হত্যা করে।
পুলিশ জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিহত মাওলানা আমিনুল হক নোমানীর ছেলে মো. রেদেয়ানুল হক তার পিতাকে হত্যার কথা অকপটে স্বীকার করে। রেদোয়ানের দেখানো মতে ভিকটিমের বাসার পিছনে খালের মধ্য থেকে হত্যায় ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে পুলিশ।