ঢাকাশনিবার , ২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঝালকাঠিতে ‘জুলাইয়ের মায়েরা’ শী*র্ষ*ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠিতে জুলাই পূর্ণজাগরণ উপলক্ষে “জুলাইয়ের মায়েরা” শীর্ষক এক বিশেষ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. আশরাফুর রহমান। তিনি ‘জুলাইয়ের মা’দের উত্তরীয় পরিয়ে তাদের প্রতি সম্মান জানান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মাদ হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওসার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন এবং জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অন্তরা হালদার। অনুষ্ঠানে শোক ও স্মৃতিচারণ করেন শহীদ সন্তানদের মায়েরা। হৃদয়বিদারক স্মৃতিচারণ করেন শহীদ মাইসা আক্তারের মা মেহেজাবিন আক্তার, মুসার মা পিয়ারা বেগম, হৃদয়ের মা কুলসুম এবং নাঈমের মা নাসিমা পারভিন। তাদের বক্তব্যে ভর ছিল কষ্টের স্মৃতি ও দেশের প্রতি ভালোবাসার আবেগ।

এই আয়োজনের মধ্য দিয়ে আবারও নতুন করে স্মরণ করা হলো সেই মায়েদের, যাঁরা তাদের সন্তান হারিয়েছেন একাত্তরের প্রেরণায় অনুপ্রাণিত নতুন প্রজন্মের আন্দোলনে।