ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫

মু*ক্তি*যো*দ্ধা পরিবার ও বস্তিবাসীদের প্রতীকী অ*ন*শ*নে পুলিশের বা*ধা, অতঃপর..

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১২, ২০২৫ ১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: রাজধানীর বিজয় সরণিস্থ কলমিলতা বাজার ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প দুটি বাস্তবায়নের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের পূর্বঘোষিত সচিবালয়ের গেইটে প্রতীকী অনশনের কর্মসূচি পুলিশি বাধার মুখে পড়ে।

সোমবার (১১ আগস্ট) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে তারা সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ বাধা দেয়।

এ সময় পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। ৫ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল কাদেরের নাতনি অ্যাডভোকেট নুরতাজ আরা ঐশী।

মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পের বিস্তারিত শুনে সচিব আগামী এক মাসের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন বলে আন্দোলনকারীদের পক্ষ থেকে জানানো হয়েছে।
এর আগে রোববার (১০ আগস্ট) ‘আমরা বস্তি পুনর্বাসন ও শহীদ পরিবারের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম পরিষদ’র ব্যানারে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি থেকে সচিবালয়ের গেইটে এই প্রতীকী অনশনের ঘোষণা দেন শহীদ আব্দুল কাদেরের সন্তান মো. আব্দুর রহিম।

পূর্বঘোষিত এই প্রতীকী অনশনে অংশ নিতে আন্দোলনকারী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা এবং কয়েকশ’ বস্তিবাসী জাতীয় প্রেস ক্লাব থেকে মিছিল সহকারে হাইকোর্ট মোড় ও পুরানা পল্টন মোড় হয়ে সচিবালয়ের সামনে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাদের বাধা দেয়।

এসময় আব্দুর রহিম বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি। পূর্বঘোষিত প্রতীকী অনশন করতে এলে পুলিশ আমাদের বাধা দিচ্ছে, যা খুবই দুঃখজনক। যত বাধাই দেওয়া হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

এ সময় তিনি নতুন কর্মসূচি ঘোষণা করেন। তা হলো, বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে কাফনের কাপড় পড়ে অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বস্তিবাসীসহ সবাইকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

এরপর পুলিশ আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধিদলকে সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়।