ঢাকাবৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবা-ছেলেদের ত্রাসে আতংকিত নগরীর আমিরকুটিরের বাসীন্দারা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৪, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বটতলা পুলিশ ফাঁড়ির নাকের ডগায় বাবা-ছেলের সন্ত্রাসী কার্যকলাপের কারণে ভীত হয়ে পড়ছে নগরীর ১৫ নং ওয়ার্ড এর আমির কুটির এলাকার বাসিন্দারা। ওই ওয়ার্ডের গৃহবধূ লিমা আক্তারকে ধর্ষণচেষ্টা চালিয়েছে কসাই সোহেলের ছোট ছেলে স্টার্লিং। গত মঙ্গলবার রাত ৯টায় নগরীর আমিরকুটির এলাকার সেবক কলোনীর সামনে লিমা আক্তার নামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করা হয়। পরে ওই গৃহবধূর ডাক চিৎকারে কলোনীর বাসিন্দারা এগিয়ে আসলে স্টার্লিং সেখান থেকে সটকে পড়ে। কিছুক্ষন পর স্টার্লিং তার বাবা ও বড় ভাই সূর্য সহ একদল সন্ত্রাসী নিয়ে এসে সেবক কলোনিতে হামলা চালায়। হামলায় কলোনীতে স্থাপিত কয়েকশ বছরের পুরনো একটি মন্দির ভেঙে ফেলা হয়। ধর্ষিতার পরিবার সহ কয়েকটি পরিবারকে পিঠিয়ে আহত করা হয়। এসময় কলোনীবাসী কসাই সোহেলকে ধরে গণধোলাই দেয়। পরে তাদের গ্রেফতারের দাবিতে গভীর রাতে থানায় অবস্থান করেন এবং একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, গতকাল লিমা আক্তার নামে এক গৃহবধূর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ভুক্তভোগী লিমা আক্তার বলেন, কসাই সোহেলের ছোট ছেলে স্টার্লিং মঙ্গলবার ১১টায় সেবক কলোনীর সামনে আমার পথরোধ করে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় কোলে থাকা আমার ছোট বাচ্চাকে মারধর করে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। আমার ডাকচিৎকারে আমার শ্বশুর করিম বাঁচাতে এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। পরে আমার বাসায় ঢুকে তার সাথে মেলামেশা না করলে আমার বাচ্চাকে খুন করার হুমকি দেয়। ওই গৃহবধূর স্বামী রাকিব বলেন, কসাই সোহেলের ছেলে স্টার্লিং প্রায়ই আমার স্ত্রীকে উত্ত্যক্ত করতো। আমি প্রতিবাদ করায় কয়েকবার আমাকেও মারধর করেছে। আমি তাদের ভয়ে কখনোই কিছু বলার সাহস পাইনি। কিন্তু গতকাল যখন আমার স্ত্রীকে মারধর করে ধর্ষণের চেষ্টা করা হয়েছে তখন এলাকাবাসীর সহযোগিতায় থানায় একটি অভিযোগ দায়ের করেছি। বটতলা রাজু মিয়ার পোল এলাকায় কসাই সোহেল ও তার দুই ছেলে সুর্য ও স্টার্লিং আলতাফ ব?্যাপারির বাড়িতে বসবাস করে আসছে। সোহেল নথুল্লাবাদ এলাকার মাদ্রাসা বাজারে কসাইয়ের কাজ করে। এক সময় বটতলা বাজারে কসাইয়ের কাজ করলেও তার সন্ত্রাসী কার্যকলাপের কারনে বাজার কমিটির লোকজন তাকে বের করে দেন। স্বৈরাচার শেখ হাসিনা সরকারের সময় ব?্যাপক সন্ত্রাসী কর্মকা- চালিয়ে এখন একজন বিএনপি নেতা বনে গেছেন তিনি। বটতলা সহ ১৫ নং ওয়ার্ডের বিভিন্ন ওলি-গলিতে সাঁটানো রয়েছে বিএনপির সর্মথনে তার অসংখ্য ছবি এবং পোস্টার। বিএনপির সাবেক এক কাউন্সিলরের ছত্রছায়ায় ফের বেপরোয়া হয়ে উঠেছে এই সোহেল। সন্ত্রাসী কর্মকা-ে বাবার পাশাপাশি ছেলেরাও যেন পিছিয়ে নেই। কসাই সোহেলের দুই ছেলে সুর্য এবং স্টার্লিং কিশোর গ্যাং’র মূল হোতা। পলিটেকনিক কলেজ এলাকার বাসিন্দা ফয়সাল বলেন, ‘স্টার্লিং ও তার কিশোর গ্যাং সদস্যরা প্রকাশ্যে দেশি-বিদেশি অস্ত্র নিয়ে পলিটেকনিক কলেজে অধ?্যায়নরত সাধারণ ছাত্রদের ওপর প্রায়ই হামলা চালায়। এ সময় ছাত্রদের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল, মানিব্যাগ ও ঘড়ি ছিনতাই করে নিয়ে যেত। তাদের ভয়ে ছাত্ররা প্রতিবাদ করারও সাহস পেত না। এ বিষয়ে আমিরকুটির এলাকার বাসিন্দা যুবদল নেতা সবুজ বলেন, তারা বাপ-ছেলেরা মিলে দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অপকর্ম করে চলছে। শুধু তাই নয়, এখন আমরা আতঙ্কিত হয়ে চলাচল করি, কারণ যেকোন সময় হয়তো অস্ত্রের মুখে পড়তে হতে পারে।’

মাহফুজ আলম নামে বটতলা এলাকার এক বাসিন্দা বলেন, ‘এলাকায় রাতের বেলায় তারা দুই ভাই অস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। আমি নিজে বহুবার দেখেছি, সুযোগ পেলেই হামলা চালিয়ে ছিনতাই করছে।