ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৫, ২০২৫ ১১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: দোয়া-মোনাজাত ও আলোচনার সভার মধ্য দিয়ে বরিশালে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে টাউনহলে আলোচনা সভা ও দোয়া-মিলাদের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মজিবর রহমান সরোয়ার। আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আহসান কবির হাসান, যুগ্ম সম্পাদক সৈয়দ আকবরসহ আরো অনেকে। বিকেলে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভার আয়োজন করে মহানগর বিএনপি। এতে বক্তব্য রাখেন সংগঠনের আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দীন সিকদার। জেলা দক্ষিণ বিএনপির উদ্যোগে সকাল ১০টায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের আহবায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহীন। এদিকে বাদ আছর মহানগর বিএনপির এক নম্বর যুগ্ম আহবায়ক আফরোজা খান নাসরিনের উদ্যোগে একে স্কুলে দোয়া-মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। বাদ আছর বটতলা হাতেম আলী হোস্টেল জামে মসজিদে দোয়া-মোনাজাতের আয়োজন করেন মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির। বাদ জুম্মা জামে কসাই মসজিদে উত্তর জেলা যুবদলের আয়োজনে দোয়া-মোনাজাতে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, দপ্তর সম্পাদক মোনতাসির সোহাগ, সদস্য শফিকুল ইসলাম জুয়েল।