ঢাকাশুক্রবার , ১৫ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার জন্মদিনে মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে দোয়া-মোনাজাত

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ১৫, ২০২৫ ১১:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার  বিকেলে বরিশাল নগরীর একটি মিলনায়তনে চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারের উদ্যোগে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে  বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। মোনাজাতে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা, শান্তি, সমৃদ্ধি ও উন্নতির জন্য প্রার্থনা করা হয়।

দোয়া-মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম হাফেজ  আবদুল আজিজ ]। এসময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের জনগণের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তার নেতৃত্বে বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে ফিরবে—এই আশাবাদ ব্যক্ত করেন তারা।