ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারসহ অন্যান্য কর্মকর্তারা 

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২১, ২০২৫ ১২:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছারসহ অন্যান্য কর্মকর্তারা।

আজ (২০ আগস্ট ২০২৫ তারিখ) সকালে পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সেবার মান পর্যবেক্ষণ করেন। এসময় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর উপস্থিত ছিলেন। এছাড়াও বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), বরিশাল; উপ-পুলিশ মহাপরিদর্শক, বরিশাল; নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত অধিদপ্তর, বরিশালসহ বিভাগীয় পর্যায়ের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে বিভাগীয় কমিশনার বরিশাল হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীর সাথে বিদ্যমান সেবা প্রদানে বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা ও দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।