
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল লিটু সিকদার হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামি মিলন গাজী (৩২)কে ঢাকায় গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ আগস্ট) ডিএমপি’র উত্তরখান থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক মিলন গাজী বরিশালের এয়ারপোর্ট থানাধীন পূর্ব বিল্ববাড়ী এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের ৩১ জুলাই মোঃ লিটন সিকদার লিটুকে প্রকাশ্যে দিবালোকে অসংখ্য মানুষের সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মিলন গাজীসহ কয়েকজন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হলে মিলন গাজীকে এজাহারনামীয় আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
গ্রেফতারের পর আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তাকে আদালতের মাধ্যমেংয়োরিমান্ডে নেওয়ার প্রক্রিয়া চলছে।