ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫

পুলিশ ফাঁড়ি এখন প্রভাবশালীর গোডাউন

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৩, ২০২৫ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিউজ ডেস্ক :: পুলিশ ফাঁড়ি এখন প্রভাবশালীর গোডাউন

দিনাজপুরের খানসামা উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়নের পণ্ডিতপাড়ায় পুলিশ ফাঁড়ি ও যাত্রীছাউনিটি এখন আর চেনার উপায় নেই। অভিযোগ উঠেছে, স্থানীয় প্রভাবশালী মতিয়ার রহমানের ছেলে শাকিল ও তার সহযোগীরা এটি দখল করে নিজেদের ব্যবসার জন্য গোডাউন বানিয়ে ফেলেছেন।

শনিবার সরেজমিনে দেখা যায়, পুলিশ ফাঁড়ির মূল ফটকে তালা ঝুলছে এবং জানালাগুলো পলিথিন দিয়ে মোড়ানো। দূর থেকে এটি এখন সম্পূর্ণ একটি গোডাউন বলে মনে হয়।

দখলদাররা দাবি করছেন, জায়গাটি তাদের ব্যক্তিগত মালিকানাধীন এবং সেই অধিকারেই তারা এটি ব্যবহার করছেন। তবে স্থানীয় সূত্র বলছে, এটি একটি সরকারি স্থাপনা যা জোরপূর্বক দখল করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ভেড়ভেড়ী ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল বলেন, স্থাপনাটি যে দখল হয়ে গেছে, তা আমার জানা ছিল না।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক জানান, পুলিশ ফাঁড়ি কখনো ব্যক্তিগত মালিকানাধীন হতে পারে না। বিষয়টি অবগত হলাম, দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার বলেন, আমি আপনার মাধ্যমেই বিষয়টি জানতে পারলাম। চেয়ারম্যান ও থানার ওসির সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”