ঢাকাশনিবার , ২৩ আগস্ট ২০২৫

বরিশাল নগরীতে ভুয়া এনএসআই সদস্য মেহেদি আটক

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৩, ২০২৫ ২:৪১ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীতে মেহেদী হাসান নামে এক ভুয়া এনএসআই সদস্যকে আটক করা হয়েছে। তিনি সেনাবাহিনীর ইন্টিলিজেন্স স্টাফ পরিচয় দিয়ে বরিশাল নগরীতে নানা রকম প্রভাব বিস্তার করতেন।হাতে ওয়াকিটকি ও মোটরসাইকেল এ সেনাবাহিনীর স্টিকার লাগিয়ে চলতেন তিনি। ৫ আগষ্টের পর তিনি বরিশালে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর রাশেদের গোয়েন্দা কর্মকর্তা পরিচয় দিয়ে নগরীর বিভিন্ন স্থানে চাঁদাবাজি করতেন।তার এই কাজে সহায়তা করতো বেশ কিছু ছাত্র সমন্বয়ক।তারা মিলে একটি চাঁদাবাজির সিন্ডিকেট তৈরি করেছিলেন। বিভিন্ন সময়ে কোন স্থানে গ্যন্জাম বাধিয়ে তিনি সমাধান করে অর্থ আদায় করতেন।অবশেষে তাকে শনিবার ( ২৩ আগষ্ট) বরিশাল কারাগারে গিয়ে সেনাবাহিনীর নামে প্রভাব বিস্তারের চেষ্টাকালে তাকে আটক করে বরিশাল কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ। এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানান,তাকে আটক করা হয়েছে ।পরে গোয়েন্দা সংস্থার সদস্যরা নিশ্চিত করেছেন তাকে দীর্ঘদিন ধরে অবজারভেশনে রেখেছিলেন তারা। তার বিরুদ্ধে বরিশাল কারাগার কর্তৃপক্ষ প্রতারনা মামলা করেছেন।