
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার।
কীর্তনখোলা নদী থেকে ভাসমান লাশ উদ্ধার
বরিশাল শহর লাগোয়া কীর্তনখোলা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে লাশটি ডিসিঘাটসংলগ্ন নদীর মাঝামাঝি স্থানে ভাসতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরক্ষণে বরিশাল সদর নৌপুলিশের একটি টিম অর্ধগলিত লাশটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শের-ই বাংলা মেডিকেল কলেজ শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করে। তবে লাশ কার এবং কোথা থেকে এসেছে সেই বিষয়টি তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
ডিসিঘাট এলাকার বাসিন্দারা জানান, লাশটি নদীর পানিতে ভাসতে ভাসতে ত্রিশগোডাউন এলাকার দিকে যাচ্ছিল, যা সর্বপ্রথম দেখতে পান চরকাউয়া নদীতে যাত্রী পরিবহনকারী ট্রলারচালকেরা। পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে নৌথানা পুলিশকে অবহিত করা হয়। কিছুক্ষণ পরে নৌপুলিশের একটি টিম এসে ট্রলারযোগে নদীতে গিয়ে লাশটি উদ্ধার করে।
এই তথ্য নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ওসি অসীম কুমার সিকদার বলেন, প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ব্যক্তির বয়স আনুমানিক ৪৫/৫০ বছর হবে। তাৎক্ষণিক ভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। এবং মৃত্যুর কারণও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে, লাশটি ২/৩ দিন ধরে নদীতে ছিল, যে কারণে গলে যেতে শুরু করেছে।’