
নিজস্ব প্রতিবেদক :: বাকেরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচিতে অনিয়ম।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দারিয়াল ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৩০ কেজির চাল দেওয়ার কথা থাকলেও সেখানে ডিলার শাকিল মাত্র ২৮ কেজি করে দিচ্ছেন বলে স্থানীয়দের অভিযোগ।
এ ঘটনায় সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাল কম দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, নির্ধারিত ৩০ কেজির পরিবর্তে ওজনে কম চাল ২৮ কেজি মেপে দেওয়া হচ্ছে সুবিধাভোগীদের।
এ নিয়ে স্থানীয়রা জানান, তারা বাধ্য হয়ে ওই চাল নিচ্ছেন। কারণ অভিযোগ করলেও তাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। নিরুপায় হয়ে কম চাল নিয়েই ঘরে ফিরতে হচ্ছে দরিদ্র জনগোষ্ঠীকে।
এ বিষয়ে ডিলার শাকিলের বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসী দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।