ঢাকাবৃহস্পতিবার , ২৮ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জে কৃতি সন্তান মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব রফিকুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা

ক্রাইম টাইমস রিপোর্ট
আগস্ট ২৮, ২০২৫ ৯:৩২ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

বাকেরগঞ্জ প্রতিনিধি :: কাজী তৌহিদুল ইসলাম।

বাকেরগঞ্জের কৃতি সন্তান মো: রফিকুল ইসলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর শুক্রবার নিজ জন্মভূমি বাকেরগঞ্জে শুভাগমন করেন।

তার আগমনে উপজেলা জুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান। পরে স্থানীয় একটি অনুষ্ঠানে সুশীল সমাজের পক্ষ থেকে জনাব নাসির উদ্দিন জোমাদ্দারের নেতৃত্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

শুভেচ্ছা জানাতে গিয়ে বক্তারা বলেন, “রফিকুল ইসলাম শুধু বাকেরগঞ্জের নয়, বরিশাল তথা সমগ্র দেশের গৌরব। একজন কৃতি প্রশাসক হিসেবে তিনি সততা ও দক্ষতার মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

 

সিনিয়র সচিব রফিকুল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, “জন্মভূমিতে ফিরে আসা সবসময়ই বিশেষ অনুভূতি জাগায়। আমি আমার এলাকা ও দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। বিশেষ করে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাকে যুগোপযোগী ও কর্মমুখী করতে সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়নে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।”

এ সময় তিনি এলাকার সার্বিক উন্নয়নে পাশে থাকার অঙ্গীকার করেন এবং তরুণ প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা ও প্রযুক্তি শিক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।