ঢাকামঙ্গলবার , ৯ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক আরিফিন তুষারের দাফন সম্পন্ন

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ৯, ২০২৫ ৮:১৪ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরেফিন তুষারের দাফন সম্পন্ন

দৈনিক কালবেলার বরিশাল ব্যুরো প্রধান আরিফিন তুষারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় তার মরদেহ বরিশাল প্রেস ক্লাবে আনা হয়। সেখানে সহকর্মী সাংবাদিকরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে সদর রোডের অশ্বিনী কুমার হলে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর হিজলা উপজেলার আন্দারমানিক গ্রামে জোহর নামাজের পর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী নেতৃবৃন্দ এবং সর্বস্তরের মানুষ অংশ নেন।

এর আগে সোমবার (৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান আরিফিন তুষার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর।

আরিফিন তুষার দেড় বছরের এক ছেলে, স্ত্রী, মা-বাবা ও ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বরিশাল প্রেস ক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং একাধিকবার নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সদস্য ছিলেন। তার মৃত্যুতে বরিশালের সাংবাদিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।