
নিজস্ব প্রতিবেদক :: ঝালকাঠি পৌরসভার সাবেক মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রুবেল শেখ তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন লিয়াকত আলীর আইনজীবী মানিক আচার্য্য।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনকালীন বিএনপি অফিসে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগে বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। ওই মামলায় জামিন আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করেন।
এর আগে গত ৩ আগস্ট ঢাকার পল্টন থানাধীন বিএনপি অফিসে হামলার মামলায় লিয়াকত তালুকদারকে রাজধানী থেকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার তাকে ঝালকাঠি আদালতে হাজির করা হলে পূর্বের মামলায় তার বিরুদ্ধে শোন অ্যারেস্ট দেখানো হয়।
লিয়াকত আলীর আইনজীবী মানিক আচার্য্য বলেন, ‘তিনি বয়সে প্রবীণ ও শারীরিকভাবে অসুস্থ। আদালত বিষয়টি বিবেচনা না করায় আমরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছি। এ রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে আপিল করব।’