ঢাকাবুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি ও অনিয়মী ঘেরা চরমোনাই ইউনিয়ন ভূমি অফিস

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: ঘুষ কেলেঙ্কারিতে অভিযুক্ত বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আমির হোসেন মল্লিকের বিরুদ্ধে উঠেছে নানা অনিয়মের অভিযোগ।

সরেজমিনে অনুসন্ধানে বেরিয়ে এসেছে, ইউনিয়ন ভূমি অফিসে তহশিলদারের নিজস্ব রয়েছে একটি সিন্ডিকেট। সেখানে ভর্তি রয়েছেন তারই অফিসের কম্পিউটার অপারেটর ইমরান হোসেন, মোঃ সুমন, আঃ রহমান, আঃ রব, রফিক ফকিরসহ আরও অনেকে। এই সিন্ডিকেট ভাঙতে পারছেন না এলাকাবাসী। এর প্রতিবাদ করলেই দেয়া হয় নানা হুমকি।

এক ভিডিওতে দেখা যায়- তহশিলদার আমির হোসেন মল্লিক এক সেবা প্রত্যাশীর কাছ থেকে মিউটেশন রিপোর্ট দেয়া বাবদ হাতিয়ে নিচ্ছেন টাকা। টাকা পেলেই ফাইলের উপর দেয়া হয় একটি চিন্হ।

এবিষয়ে বরিশাল সদর সহকারী কমিশনার (ভূমি) অফিসে মৌখিক অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোহাগ মৃধা।

সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম বলেন, চরমোনাই ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার আমির হোসেন মল্লিকের ঘুষ কেলেঙ্কারির প্রমাণ পেলে তার বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।