
নিজস্ব প্রতিবেদক :: আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে বিশেষ কর্ম পরিকল্পনা গ্রহণ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) বরিশাল জেলা কমিটি।
আজ ১৪ সেপ্টেম্বর রোববার জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এ বিষয় জুবায়ের ইসলাম চৌধুরী বলেন, গতকাল ১৩ সেপ্টেম্বর রাত ৮ টায় সংগঠনের অস্থায়ী কার্যালয় কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপনসহ বরিশাল জেলা কমিটির গৃহীত ৫ টি কর্মসূচি হলো—-
১। শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ কর্মসূচি।
২। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় আহত মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ।
৩। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে মন্দির এলাকায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ।
৪। জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা।
৫। সেরা সড়ক যোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান।
গতকাল অনুষ্ঠিত নিসচার জরুরি সভায় আরও উপস্থিত ছিলেন সভাপতি সহকারী অধ্যাপক মো: রুহুল আমিন, সহ-সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো: আক্তার হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক বি.এম শহিদুল ইসলাম মাখন, প্রচার সম্পাদক বিশিষ্ট সমাজ সেবক রবীন্দ্রনাথ রবিন, নারী বিষয়ক সম্পাদক জিন্নাতুন নাজিফা সোমা, কার্যনির্বাহী সদস্য মো: ইমরান হাসান মাইনুলসহ অন্যান্যরা।