ঢাকাসোমবার , ১৫ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জ ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৫, ২০২৫ ৯:৪৫ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :: বরিশালের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাবুগঞ্জ ডিগ্রি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
১৫ সেপ্টেম্বর বাবুগঞ্জ ডিগ্রি কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে কলেজ ক্যাম্পাসে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
বাবুগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ.ন.ম. আঃ হালিম
এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির বর্তমান সভাপতি মেহেরুন্নেছা শিরিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য অ্যাডভোকেট এস.এম. সাইফুল্লাহ, প্রতিষ্ঠাতা সদস্য এ.কে.এম. মিজানুর রহমান,অভিভাবক সদস্য হরুন অর রশিদ, দাতা সদস্য আরিফুর রহমান শিমুল শিকদার, এছাড়াও গভর্ণিং বডি সদস্য এনায়েত আলী সিকদার, মো. আজিজুল হক, সামসুল আলম ফকির,অ্যাডভোকেট জিয়াউল হক সুমন।
নবীনদের শিক্ষাজীবন সুন্দরভাবে শুরু করতে এবং কলেজের পরিবেশ, নিয়মনীতি, একাডেমিক কাঠামো সম্পর্কে জানাতেই এই ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেকে গড়ে তোলার আহ্বান জানান।