ঢাকামঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত 

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ১২:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: পটুয়াখালীতে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার নবনিযুক্ত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সাথে জেলার রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহসিন উদ্দিনের সঞ্চালনায় সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. শাহ আলম শিকদার, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শরীফ সালাহউদ্দিন, জেলা ইমাম পরিষদের সভাপতি আলহাজ মাওলানা আবু সাইদ, জেলা যুবদলের সাবেক সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা বাস মালিক সমিতির সভাপতি বশির আহম্মেদ মৃধা ও সাধারণ সম্পাদক খন্দকার ইমাম হোসেন নাসির, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট কাজল বরন দাস, ছাত্র প্রতিনিধি সালমান, তোফাজ্জেল, ইমতিয়াজ, রিফায়েত এবং পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবী সংগঠন দক্ষিণ বাংলা সমাজকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান রাজুসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

 

জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, “আমি একজন পরিবেশবিদ ও গবেষক হিসেবে গ্রীন পটুয়াখালীর সবুজ আয়ন রক্ষার্থে কার্বন সিংক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে চাই। স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ সরকারি দপ্তরের বিরুদ্ধে আসা বিভিন্ন অভিযোগের বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ছোট ছোট জায়গা থেকে উন্নয়ন ও পরিবর্তনের উদ্যোগ নেওয়া হবে।

 

সরকারি দপ্তরের প্রধানদের সাথেও আলোচনা হয়েছে এবং তাদেরকে এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে। খেলাধুলার উন্নয়নে মাঠগুলো কার্যকরভাবে ব্যবহারের ব্যবস্থা করা হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় সর্বাত্মক কার্যকর ভূমিকা রাখা হবে।”তিনি জেলার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।