ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

প্রশংসায় ভাসছেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফারুক আহমেদ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:২৩ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিক্ষা ও খেলার সরঞ্জাম দিয়ে শিশুদের সহায়তা করে প্রশংসিত হয়েছেন। এই কর্মকর্তা স্থানীয় শিক্ষার্থীদের উন্নত শিক্ষা নিশ্চিত করতে এবং খেলাধুলার সুযোগ বাড়াতে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছেন, যা স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

এই কার্যক্রম স্থানীয় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তারা মনে করছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলা ও শরীরচর্চার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল এলাকার পিছিয়ে পড়া এবং সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি করা এবং তাদের খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবনধারা গড়ে তুলতে সহায়তা করা।