ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

 বরিশালে ৭ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :: বরিশালে ৭ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ।

সাত দফা দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কারিগরি শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বুধবার (১৭ সেপ্টেম্বরর) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত নগরীর হাতেম আলী কলেজ চৌমাথা এলাকায় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছেন। প্রশাসনের কাছে দাবি জানিয়েও তারা সমাধান পাচ্ছেন না।

তারা আরও বলেন, অসম কমিটি গঠন করে তাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ তাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।

শিক্ষার্থী ফারজানা আক্তার পায়েল বলেন, “আমাদের এই আন্দোলন বেঁচে থাকার লড়াই। দাবি পূরণ না হলে আমরা ক্লাসে ফিরব না।”

শিক্ষার্থী রাশেদ বলেন, “প্রশাসনকে সময় দেওয়া হয়েছে কিন্তু দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। আমাদের সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমরা রাজপথে নেমেছি বাধ্য হয়ে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন হলে কেবল আমরা নয়; পুরো প্রকৌশলখাত উপকৃত হবে। “

শিক্ষার্থীদের ৭ দফা দাবি হলো-

১। প্রকৌশল কর্মক্ষেত্র ডেস্ক ও ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ বিভাজন করে বিএসসি ইঞ্জিনিয়ারদের ডেস্ক ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ফিল্ড ইঞ্জিনিয়ারিং-এ নিয়োজিত করা এবং সরকারি প্রজ্ঞাপনের আলোকে দশম গ্রেড ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ সংরক্ষণ রাখা।

২। একমুখী প্রকৌশল শিক্ষাব্যবস্থা চালুসহ মেধার অপচয় রোধে প্রকৌশলীদের পেশা পরিবর্তন রোধ ও প্রকৌশল সংস্থায় প্রশাসনিক পদে প্রশাসনিক ক্যাডারদের নিয়োগ বন্ধ করা।

৩। উপ-সহকারী প্রকৌশলী/সমমানের পদ থেকে পদোন্নতি প্রকৌশলী/সমমানের পদে পদোন্নতি ১০০ শতাংশে এ উন্নীত করা।

৪। আন্তর্জাতিক ইঞ্জিনিয়ারিং টিম কনসেপ্ট অনুযায়ী সকল প্রকৌশল সংস্থার জনবল কাঠামোতে বিএসসি ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও দক্ষ জনবলের হার ১:৫:২০ নিশ্চিত করা।

৫। পলিটেকনিক ও মনোট্যাকনিক ইনস্টিটিউটে শিক্ষাগত যোগ্যতা অনুসারে শিক্ষক নিয়োগ এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কারিকুলাম ইঞ্জিনিয়ারিং মাধ্যমে যুগোপযোগী বাস্তবায়ন করা।

৬। সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইঞ্জিনিয়ারিং কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্নকারীদের ক্রেডিট ট্রান্সফারকে আইনে উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি; পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যয়নরত শিক্ষার্থীদের বেসরকারি/পাবলিক কোটায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং (স্নাতক)/সমমানের সুযোগ করা।

৭। কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ কর্তৃক উত্থাপিত ৬ দফা দাবি অবিলম্বে পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করা।