ঢাকামঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকারের ওয়ারিশ”— উজিরপুরে সাইফ মাহামুদ জুয়েল

ক্রাইম টাইমস রিপোর্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সংবাদটি শেয়ার করুন....

নাজমুল হক মুন্না :: উজিরপুরে অবধূত সংঘের প্রতিষ্ঠাতা গুরু মহারাজের ৭২ তম মহাপ্রয়াণ অনুষ্ঠান অনুষ্ঠিত

ধর্ম যার যার, বাংলাদেশ সবার, কেউ সংখ্যালঘু নয়, সবাই সমান অধিকারের ওয়ারিশ”— উজিরপুরে সাইফ মাহামুদ জুয়েল

উজিরপুর পৌর সদরের শেরে বাংলা বালিকা বিদ্যালয় সংলগ্ন অবধূত সংঘের আয়োজনে গতকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হলো অবধূত সংঘের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমৎ ১০৮ স্বামী দয়ানন্দ অবধূত গুরু মহারাজের ৭২ তম মহাপ্রয়াণ অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশির কুমার বক্ষ্ম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান এবং উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান।

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা ছাত্রদলের আহবায়ক মনিরুজ্জামান সরদার, সদস্য সচিব মুরাদ রনি, ছাত্রদল নেতা এইচ এম সুমন, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা মাকসুদুর রহমান সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে অংশগ্রহণ করে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।

কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল তাঁর বক্তব্যে বলেন—
“ধর্ম যার যার, বাংলাদেশ সবার। সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে যদি কেউ নির্যাতনের শিকার হয়, বিএনপি তাৎক্ষণিক ব্যবস্থা নেবে। এই দেশ আমাদের সকলের, কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই সমান অধিকারের ওয়ারিশ। ধর্মীয় কারণে কাউকে নিপীড়ন করা হলে আমরা প্রতিবাদ জানাবো। সনাতন ধর্মাবলম্বীদের দায়িত্বও বিএনপি গ্রহণ করবে।”